লোহাগড়ায় দুর্বৃত্তর হামলায় পা ভাঙল মুক্তিযোদ্ধার
প্রকাশ : ২৬ মে ২০২৩, ১২:৩৯
লোহাগড়ায় দুর্বৃত্তর হামলায় পা ভাঙল মুক্তিযোদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন (৬০) কে কুপিয়ে ও পিটিয়ে পা ভেঙ্গে গুরুতর করেছে দুর্বৃত্তরা।


বৃহস্পতিবার (২৫মে) উপজেলার লাহুড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।


আহতকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করলে পরে অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, লাহুড়িয়া কালিগঞ্জ হাট বাজারের টোল আদায়কে কেন্দ্র করে লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য লাহুড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সাথে গত বছরের ইজারাদার তারিক মোল্যার সাথে উত্তপ্ত কথাবার্তা হয়। এক পর্যায়ে তারিক মোল্যা আকববর হোসেনকে দেখে নেওয়ার হুমকি দেয়। এর জের ধরে বিকালে তারিক মোল্যাসহ তার লোকজন ধারালো অস্ত্র ও লাঠিশোটা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে আকবর হোসেনের পাঁ ভেঙ্গে গুরুতর জখম করে। এ সময় ঠ্যাকাতে গেলে একই এলাকার নিলু শেখকেও বেধড়ক মারপিট করে ও কুপিয়ে জখম করা হয়। তাদেরকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসক জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ বিষয়ে তারিক মোল্যার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এব্যপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, লাহুড়িয়া কালিগঞ্জ হাট বাজার ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


বিবার্তা/ শরিফুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com