ফরিদপুর শহরে বারী প্লাজা মার্কেটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে ছয়তলা মার্কেটটির চতুর্থ তলায় আগুন লাগে।
এতে ব্যবসায়ী আজম শেখ নামে এক ব্যবসায়ীর দুটি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এর ফলে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ফরিদপুর জেলার ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসে কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রসাধনীর গোডাউনটিতে পারফিউম ও পার্টি স্প্রে থাকায় সেগুলোর বিস্ফোরণ হয়।
তিনি আরও বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় অন্য গোডাউনগুলোতে ছড়াতে পারেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]