
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার চম্পাতলী বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসের চালক ও যাত্রীরা সামান্য আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার কিসমত ফতেজংপুর ডাঙ্গারহাট গ্রামের গোলজার আলী (৪৫) ও খানসামা উপজেলার চরকডাঙ্গা দুবলিয়া গ্রামের ফজলে রাব্বী দুলাল (৪০)। তারা পরস্পরের বন্ধু ছিলেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চম্পাতলী বাজার থেকে রানীরবন্দর বাজারের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু গোলজার আলী ও ফজলে রাব্বী। চম্পাতলী বাজারের মধ্যবর্তী গ্রিনল্যান্ড ব্লক অ্যান্ড টাইলস কারখানার সামনে একটি ট্রাককে ওভারটেক করার সময় সৈয়দপুর থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। মাইক্রোবাসটি বাঁ পাশে জমিতে উল্টে পড়ে।
দুর্ঘটনায় দুজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ননী গোপাল বলেন, নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]