
পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, গাছপালা ও একাধিক বাড়িঘর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । বুধবার রাত ৯টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । সরেজমিনের গিয়ে দেখা যায়, উপজেলা চরনী পত্তাশী রহিম স্মৃতি দাখিল মাদ্রাসা, ভবানীপুর গ্রামে রেজাউল করিমের বাড়ীতে চাম্বুল গাছ পড়ে টিনসেড পাকা ঘর ভেঙে গেছে এবং অনেক গ্রামে কাচা ঘর বাড়ি ভেঙ্গে যায় । এছাড়াও বিভিন্ন স্থানে পানের বরজ, তরমুজ ক্ষেত, কলা বাগানসহ রবি শস্য ফসল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।
ঘুর্ণিঝড়ে আঘাতে প্রায় ২২ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিছিন্ন ছিল। রাতেই উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান, ইউএনও লুৎফুন্নেসা খানম ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম জানান, রাতের ঘূর্ণিঝড়ে গাছ পড়ে কয়েক ঘরবাড়ি বিধ্বস্ত হয় তা পরিদর্শন করি । এছাড়াও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা আমাকে ক্ষয়ক্ষতি তথ্য জানিয়েছে ।
বিবার্তা/শামীম/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]