শিরোনাম
কুষ্টিয়ায় কণ্ঠ বদলে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, আটক ১
প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ১৯:১২
কুষ্টিয়ায় কণ্ঠ বদলে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, আটক ১
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় ইউটিব থেকে অস্ত্র ও গুলির ভিডিও ডাউনলোড ও কন্ঠ পরিবর্তন করে ব্যবসায়ীদের কাছে হোয়াটসঅ্যাপ এ ম্যাসেজ প্রেরণ করে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে আল শাহরিয়ার অন্তর (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


আজ মঙ্গলবার, ২৮ মার্চ দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. খাইরুল আলম।


আটক অন্তর মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের হারুন অর রশিদের ছেলে। এসময় তার কাছ থেকে একটি স্যামস্যাং মোবাইল ফোন উদ্ধার করা হয়।


প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, ২৪ মার্চ ফেরদৌস আলম নামে একজন প্লাস্টিক পন্য ব্যবসায়ীক কাছে মোবাইল ফোনের মাধ্যমে কন্ঠ পরিবর্তন করে তার ছেলেকে স্কুল থেকে তুলে নিয়ে হত্যা করা হবে বলে
হোয়াটসঅ্যাপ এ ম্যাসেজ দিয়ে হুমকি প্রদান করে এবং ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ওই ব্যবসায়ী কুষ্টিয়া মডেল থানায় চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির মামলা দায়ের করেন।


মামলার সূত্র ধরে বিভিন্ন টেকনিক্যাল ডিভাইস ও সাইবার ক্রাইম ইউনিট অভিযান পরিচালনা করে অভিযুক্তকে ঘটনার চারদিন পর মিরপুর উপজেলার মির্জানগর গ্রাম থেকে আটক করা হয়।


বিবার্তা/শরীফুল/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com