
কক্সবাজার মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই আসামীকে ধারালো দা-সহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার, ২৬ মার্চ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী। এর আগে রবিবার দিবাগত রাত ১টার সময় কালারমারছড়া উত্তরনলবিলা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উত্তর নলবিলা (দরগা ঘোনা) মৃত আলী মিয়া ছেলে এনামুল হক (২০) একই এলাকার নুর মোহাম্মদ ছেলে মিজানুর রহমান রুবেল (৩০)।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে তার সঙ্গী ও অন্যান্য আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই দিন শেষে রাত ৩ ঘটিকার সময় আসামি এনামুল হকের তথ্য মতে অভিযান চালিয়ে ডাকাত মিজানুর রহমান রুবেলকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ধারালো দা-ছুরি উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিবার্তা/তাফহীমুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]