
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ মো. আলমগীর (২৬) নামে এক যুবককে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রবিবার, ২৬ মার্চ ভোরে হ্নীলা ইউনিয়নের দক্ষিণ ফুলের ডেইল তার নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর একই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা।
তিনি জানান, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল হ্নীলা ইউপি দক্ষিণ ফুলের ডেইল আলমগীরের বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের খাটের নিচে একটি সিনথেটিক বস্তার ভেতর থেকে ১৩৪ বোতল ফেনসিডিল ও ৬০০ ইয়াবাসহ আলমগীরকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন জেলাগুলো হতে কৌশলে বিভিন্ন ফলের গাড়িতে করে ফেনসিডিলগুলো টেকনাফে এনে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। আটক আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।
বিবার্তা/তাফহীমুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]