
ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিংকে আটক করেছে পুলিশ। ২৬ মার্চ রবিবার দুপুর ৩টার দিকে তাকে আটক করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব বলেন, ‘শুভ্রদেব ওরফে সুদেব সিংকে বিকেল ৩টার দিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শনিবার শুভ্রদেব তার ফেসবুকে কোমরে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন। ঘটনাটি মিডিয়াতেও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা ওই পিস্তল সম্বন্ধে জানতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি।’
আটকের আগে ছাত্রলীগের এই নেতা অবশ্য দাবি করেছেন, তার ওই পিস্তলটি খেলনার। বোয়ালমারীর কাটাগড় মেলা থেকে ভাইয়ের ছেলের জন্য কিনেছিলেন। পরে শখ করে মাজায় গুঁজে ছবি তুলে ফেসবুকে পোষ্ট করেন।
বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল বলেন, ‘পুলিশ শুভ্রদেব সিংকে আটক করেছে। তদন্ত করে যদি অভিযোগের সত্যতা পায়, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।’
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]