
যথাযোগ্য মর্যাদায় নরসিংদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসন আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল ভোরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবন, দোকানপাট ও বাড়ি-ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা।
ভোরে জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রাঙ্গণে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল্ ইসলামের নেতৃত্বে সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি নিবারণ রায় ও সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম সরকার, ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর পক্ষে রঞ্জিত কুমার সাহাসহ জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং জেলার অন্যান্য সংগঠন।
সকাল ৮ টায় নরসিংদীর মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক আবু নাইম মোহাম্মদ মারুফ খান। এসময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান উপস্থিত ছিলেন।
এছাড়াও নরসিংদী জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
বিবার্তা/কামরুল/মোবারক/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]