
নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ২৬ মার্চ (রবিবার) জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ সরকারি -বেসরকারি সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। পরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ স্মৃতি স্তম্ভ ,গণ কবর ,বধ্যভূমি,জেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু ও চেতনা চত্বর ও বঙ্গবন্ধুর মুর্যালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, জেলা বিএনপি, নড়াইল পৌরসভা, জেলা আইনজীবি সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বিভিন্ন দফতরসমূহ, সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন, মোনাজাত, গণকবর জিয়ারত করা হয়।
এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বীরশ্রেষ্ট নুর মোহম্মদ স্টেডিয়ামে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও পরিবারের সংবর্ধনা, খেলাধুলা প্রতিযোগীতা, জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, এতিমখানা, জেলখানা, হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন, মসজিদ, মন্দির, গীর্জায় প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি ।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলেল উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতীশীল, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, জাতীয় গোয়েন্দা সংস্থা, নড়াইলের উপ-পরিচালক মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সরকারী কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিবার্তা/ শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]