শিরোনাম
হিলিতে ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ২৩:৪০
হিলিতে ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে (৯০) পিচ ইয়াবা ট্যাবলেটসহ শাকিল আহম্মেদ (২৬) নামের একজন মাদক চোরাকারবারিকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।


বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর রাজধানী মোড় এলাকার জনৈক নুর হোসেন এর হোটেলের সামনে থেকে পাকা রাস্তার উপরে আসামি শাকিলকে হাতেনাতে আটক করেছে পুলিশ।


আটককৃত শাকিল আহম্মেদ (২৬) পৌর শহরের ধরন্দা ফকিরপাড়া এলাকার আনারুল ইসলাম ওরফে রানার ছেলে।


বিষয়টি রাতসাড়ে দশটায় হাকিমপুর থানা প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানা পুলিশ।


হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া বলেন, হাকিমপুর থানাকে শতভাগ মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদে জানতে পারি যে, পুলিশের চোখ ফাঁকি দিয়ে একজন চোরাকারবারি হিলি বাজার থেকে জয়পুরহাট এর পাঁচবিবির দিকে ইয়াবা ট্যাবলেট বহন করে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে হাকিমপুর থানার এসআই হামিদুল ইসলাম, এএসআই নূরে আলম, এএসআই মোহাম্মদ আলীসহ পুলিশের একটি চৌকস দল পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার রাজধানী মোড়ের পশ্চিমে হিলি বাজার রোডে জনৈক নুর হোসেন এর ভাতের হোটেলের সামনে তার গতিবিধি সন্দেহ ভাজন পুলিশ তাকে আটকে দেয়। এসময় তার দেহ তল্লাশি করে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করেছে পুলিশ।


আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/রববানী/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com