
রাজধানীর কমলাপুর ১৭ তলা ভবনের ১২ তলা থেকে পড়ে শাফায়েত আহমেদ রাশু (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার বাবা শাহ আলম জানান, সে ঔষধ কেনার জন্য ১২ তলার নিজ ঘর থেকে বের হয়ে দৌড়ে লিফট ধরতে যায়, লিফটের দরজা বন্ধ হয়ে যায়। সে ব্যালেন্স রাখতে না পেরে ব্যালকনি দিয়ে ১২তলার নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমাদের বাসা কমলাপুর ১২০৬ ইস্টার্ন হাউজিং ১৭ তলা ভবনের ১২ তলায়।
নিহত শিক্ষার্থী মা-বাবার সাথে থাকত। সে কমলাপুর শেরেবাংলা স্কুল এন্ড কলেজে পড়ত, এইচএসসি পরীক্ষার্থী ছিল। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। তার কিছু মানসিক সমস্যা ছিল, তার চিকিৎসা চলছিল।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বিবার্তাকে বলেন, কমলাপুর থেকে নিহত শিশুর মরদেহ শিশুর ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বিষয়টি মতিঝিল থানায় অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]