
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌরসভার বিএনপি কমিটি ঘোষণা করা হয়েছে। ২০ মার্চ সোমবার জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়।
এতে রুহুল আমিন দুলালকে আহবায়ক, আবু বকর সিদ্দিক বাদলকে সদস্য সচিব এবং শামীম মিয়া মৃধাকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট মঠবাড়িয়া উপজেলা বিএনপি এবং কে এম হুমায়ন কবীর আহবায়ক, নাজমুল আহসান কামাল মুন্সিকে সদস্য সচিব এবং মিজানুর রহমান
খলিফাকে কে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট মঠবাড়িয়া পৌরসভার বিএনপি কমিটি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আহবায়ক, সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহবায়কের যৌথ স্বাক্ষরে কমিটি গঠিত হবে এবং সাংগঠনিক সকল কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয় কোন জটিলতা দেখা দিলে জেলা কর্তৃক নির্বাচিত টিম সমন্বয় করবে।
এছাড়া আগামী দুই মাসের ভিতরে কর্মী সভা করে সকল কমিটি গঠন করে উপজেলা ও পৌরসভা বিএনপির কাউন্সিল তারিখ নির্ধারন করতে হবে।
বিবার্তা/তাওহিদুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]