নীলফামারীর ডিমলায় নৌকা প্রতীকের জয়
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ১৮:৫২
নীলফামারীর ডিমলায় নৌকা প্রতীকের জয়
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর ডিমলা উপজেলার ৩-নং ডিমলা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী এ.এইচ.এম ফিরোজ সরকার বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ভাবে ইভিএম মেশিনে ভোট গ্রহন শেষে গণনার পর সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা এই ফলাফল ঘোষনা করেন।


ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে এ.এইচ.এম ফিরোজ সরকার ৯ হাজার ৬শত ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়ে বিজয়ী হন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩ শত ৭৫ ভোট। এখানে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী ছিলেন এ.এইচ.এম ফিরোজ সরকার ও অন্যান্য তিনজন ছিলেন স্বতন্ত্র প্রার্থী।এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৩শত ৫৯জন। প্রদত্ত ভোটের সংখ্যা ১৮ হাজার ১শত ১০টি। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম।


প্রসঙ্গত, এর ২০২১ সালের ২৬ ডিসেম্বর নীলফামারীর ডিমলা ৩ নং ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলে দ্বিতীয় বারের মত নৌকা প্রতীকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন আবুল কাশেম সরকার। এর পরে গেল বছরের ১৪ই ডিসেম্বর রাতে চেয়ারম্যান আবুল কাশেম সরকার মৃত্যুবরণ করলে ইউনিয়ন পরিষদটিতে চেয়ারম্যান পদ শুন্য হয়। চলতি বছরের ২৩ জানুয়ারি ইউনিয়নটির উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী চলতি মাসের ১৬ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হলে মরহুম আবুল কাসেম সরকারের বড় ছেলে এ.এইচ.এম ফিরোজ সরকার নৌকা প্রতীকে নির্বাচনে জয় লাভ করে।


বিবার্তা/মহিনুল/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com