
কক্সবাজারের সাগর তীরে অবশেষে নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। কলাতলীর হাঙ্গর ভাস্কর্যের স্থলেই হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য। ভাস্কর্যটির নামকরণ করা হয়েছে অপরাজেয় বঙ্গবন্ধু।
কক্সবাজার পৌরসভা ও অপরাজেয় বাংলা নামের প্রতিষ্ঠান যৌথভাবে নির্মাণ করছে ভাস্কর্যটি।
ভাস্কর্যটি উচ্চতায় হবে ১৮ ফিট, সাথে বেইজ হবে ৮ ফিট উচ্চতার। এতে খরচ হবে প্রায় ৪০ লক্ষ টাকা। এমনটাই জানান অপরাজেয় বাংলার সদস্য সচিব মিলু এইচ রহমান। তিনি জানান, শিল্পী শাহাবুদ্দিনের আঁকা একটা পেইন্টিং এর আদলে নির্মিত হবে এই ভাস্কর্য এবং এটি হবে সমুদ্রের দিকে মুখ করা কংক্রিটের স্থায়ী ভাস্কর্য।
১৭ মার্চ শুক্রবার বঙ্গবন্ধুর জন্মদিনে এ ভাস্কর্যের ভিত্তি প্রস্থর স্থাপন করা হবে এবং এ বছরের ১৫ আগস্ট এই অপরাজেয় বঙ্গবন্ধু ভাস্কর্যের উদ্বোধন করা হবে বলে মিলু এইচ রহমান জানিয়েছেন।
বিবার্তা/তাফহীমুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]