খানসামায় ৪ অবৈধ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৮
খানসামায় ৪ অবৈধ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধ ৪ ইটভাটায় অভিযান পরিচালনা করে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। 


মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানের নেতৃত্বে এ অভিযান হয়। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম সামিউল ইসলাম, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। 


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারী অনুমোদন ছাড়া ভাটায় ইট তৈরি ও বিক্রি, শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন এবং সরকারী নির্দেশনার কম সাইজে ইট তৈরী করার অপরাধে উপজেলার কুমড়িয়া মন্ডলের বাজার এলাকার টু-স্টার বিক্সস ও এমএমকে বিক্সসকে দেড় লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা এবং পুলহাট এলাকার আরএটি-১ ও আরএটি-২ নামে দুই ইট ভাটাকে ২ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 


এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, পরিবেশ দূষণ ও অবৈধভাবে পরিচালিত ইট ভাটাগুলোর প্রয়োজনীয় কাগজপত্র নেই, সেসব ভাটাকে সর্তক করে অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারী নির্দেশ পালনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 


বিবার্তা/জামান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com