গোলাপগঞ্জে ইসলামী ফাউন্ডেশনের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী কর্মশালা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫৯
গোলাপগঞ্জে ইসলামী ফাউন্ডেশনের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী কর্মশালা
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সমস্যা নিরসন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে এক কর্মশালা অনুষ্টিত হয়েছে। 


বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন গোলাপগঞ্জের উদ্যোগে জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ শাখার সভাপতি উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কর্মশালা।


এই কর্মশালায় বক্তারা বলেছেন ইসলামের সুমহান বাণী সবার মাঝে পৌছে দিতে ইমাম সমাজ গুরুত্বপূর্ণ ভুমিকা  পালন করে আসছেন। 


ইসলাম সন্ত্রাস, জঙ্গিবাদের মতো ঘৃণ কাজ সমর্থন করে না। পথভ্রষ্টরা ইসলামের নামে অপকর্ম করে মুসলিম জাতিকে কলুষিত করছে। এ ব্যাপারে আলেম উলামা ও মসজিদের ইমামগন আরো বেশি ভূমিকা পালন করতে হবে।


ইসলামী ফাউন্ডেশন  গোলাপগঞ্জের ফিল্ড সুপারভাইজার আব্দুল আহাদের পরিচালনায় ও ক্বারী মাওলানা হোসাইন আহমদের পবিত্র ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রশিক্ষণ কর্মশালা।


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল হক, সমবায় অফিসার ছদরুল আলম, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের প্রোগ্রাম সহকারী প্রবন সিং, সহকারী কৃষি কর্মকর্তা জামাল আহমদ প্রমুখ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com