
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ব্যাটারিচালিত অটো বোরাক চাপায় মো. আশরাফুল (সাড়ে পাঁচ) নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কলমী ব্রীজের পশ্চিম পাড়ে করিমপুর গ্রামের শশীভূষণ থেকে আঞ্জুরহাট সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আশরাফুর শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের করিমপুর গ্রামের মো. আলী পাটোয়ারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশু আশরাফুল কলমী ব্রীজের পশ্চিম পাড়ে দোকান থেকে চিপস নিয়ে রাস্তা পাড় হচ্ছিল। এসময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটো বোরাক তাকে চাপা দেয়।
স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ছেলের অকাল মৃত্যুতে স্বজন ও পরিবারে চলছে শোকের মাতম।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/শাহীন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]