
পিরোজপুরের আগুনে পুড়ে মো. সোহেল হাওলাদার (২৫) নামের এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। ৬ ফেব্রুয়ারি, সোমবার ভোর রাতে পিরোজপুর পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের কৃষ্ণচুড়া ভাইজোড়া এলাকায় এই ঘটনাট ঘটে। নিহত সোহেল হাওলাদার ওই এলাকার নজরুল হাওলাদারের ছেলে।
নিহতের ভাই নাসির হওলাদার জানান, রাত ৩টার দিকে হঠাৎ তার ভাই সোহেলের ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আমরা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেই। এ সময় ওই ঘরে একা ঘুমে থাকা সোহেল আগুনে পুড়ে মারা যায়। পরে ফায়ার সার্ভিস দল এসে আগুন নিভিয়ে তার মরদেহ উদ্ধার করেন। তার ভাই সোহেল অবিবাহিত ছিলেন।
হিতের ভাই আরও জানান, তার ঘরটি কাঠ ও টিনের তৈরী ছিল। আগুনে পুড়ে তার ভাই মারা গেছেন। ধারনা করা হচ্ছে, ঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত। পিরোজপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন। পরে ওই ঘরে থাকা মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান জানান, খবর পাওয়ার ওই রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘরের ভিতর থাকা মাছ ব্যবসায়ী সোহেল আগুনে পুড়ে মারা গেছেন।
বিবার্তা/তাওহিদুল/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]