
চট্টগ্রামের পাহাড়তলী বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি ইউনিট রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বলেন, শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট কাজ শুরু করে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।
তবে কেউই প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি।
ধারণা করা হচ্ছে, আগুনে ছয়টি শেডের তরকারি, মুদি, ডিমের দোকানসহ আনুমানিক ৩০ থেকে ৪০টি ছোট ছোট কাঁচা দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]