
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন প্রধান শিক্ষক হুমায়ুন কবির। এর আগে বুধবার (১ জানুয়ারি) সকালে ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তিরখাল মৎস্য ঘাটে এ হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, ধলীগৌরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড রমিজ উদ্দিন মৃধা বাড়ির মৃত ইদ্রিস মৃধার ছেলে নুরুদ্দিন মাদক বিক্রির জড়িত ও উচ্ছৃঙ্খল প্রকৃতির। তাই মঙলসিকদার লঞ্চঘাটে তার দিনমজুরি চাকরি থেকে বাদ দেয় ইজারাদার। তবে নুরুদ্দিনের পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকায় চাকরি হারানোর অপবাদ আমার উপর চাপানোর চেষ্টা করে এবং বুধবার সকালে আমাকে বাত্তিরখাল মৎস্য ঘাটে একা পেয়ে নুরুদ্দিন, তার ভাই এমরাণ, মাকসুদ মৃধা, রাজু ও সুজন মৃধাসহ আরও কয়েকজন মিলে অতর্কিত হামলা চালায়। এসময় ঘটনাস্থলে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে।
একই বাড়ির ফখরুল মৃধা, নোমান মৃধা, শাহরিয়ার রিয়াদ ও নজরুল মৃধার মদদে এ হামলা ঘটানো হয়েছিল বলেও অভিযোগ করেন প্রধান শিক্ষক।
এ বিষয়ে জানতে চাইলে নুরুদ্দিনের ভাই এমরাণ মৃধা বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে শুনেছি নুরুদ্দিনের সাথে প্রধান শিক্ষকের বাকবিতণ্ডা হয়েছে।
এদিকে হামলায় মদদ দেয়ার বিষয়ে জানতে চাইলে ফখরুল মৃধা বলেন, আমি তিনদিন যাবৎ ঢাকায়। তবে বাড়ি থেকে এমন একটি ঘটনা শুনেছি।
ধলীগৌরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, প্রধান শিক্ষকের সাথে একটি ঝামেলার কথা শুনেছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
বিবার্তা/মনজুর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]