
সাভারের আশুলিয়ায় জমি দখল করতে এসে এলাকাবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হয়েছে শীর্ষ সন্ত্রাসী এম এ মতিন, তার স্ত্রী ও ছেলে। এ ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে জমির মালিক গাজী হুমায়ুন কবির ও তার সহকারী আব্দুল কুদ্দুস গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা বলছেন আশুলিয়া থানা এলাকায় প্রতিনিয়ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায় সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছেন।
এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে আশুলিয়ার গৌরিপুর এলাকায় একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী এম এ মতিন, তার স্ত্রী ও ছেলে গাড়ি নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গাজী হুমায়ুন কবিরের ২৬৫ শতাংশ জমি দখল করতে আসেন। এসময় জমির মালিক হুমায়ুন কবির ও তার সহযোগী আব্দুল কুদ্দুস বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরকে এলোপাতাড়ি গুলি করে ও ২০ জনকে পিটিয়ে গুরুতর আহত করে।
পরে এলাকাবাসী খবর পেয়ে একজোট হয়ে সন্ত্রাসী ও ভূমি খেকো মতিন, তার স্ত্রী ও সন্তানকে পিটিয়ে গুরুতর আহত করে আশুলিয়া থানা পুলিশে সোর্পদ করে। পরে পুলিশ আহত তিনজনকে চিকিৎসার জন্য আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে।
এদিকে সন্ত্রাসীদের গুলিতে আহত দুইজনসহ অন্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সন্ত্রাসী এম এ মতিনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন জমির মালিক। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে এখনো।
এর আগেও আশুলিয়ার বসুন্ধরা এলাকায় সন্ত্রাসী মতিন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। সেসময় ওই এলাকায় কয়েকজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন। সন্ত্রাসী মতিনের নামে আশুলিয়া থানায় দশটিরও বেশি জমি দখলের মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার পরেও তিনি ধরাছোয়ার বাইরে ছিলেন এতদিন। শীর্ষ সন্ত্রাসী ও ভূমি খেকো মতিনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন, এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]