
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নৌকাডুবে জুলুমাত শেখ ( ৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় সুজন শেখ ( ৩২) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
৩০ জানুয়ারি, সোমবার দিবাগত রাত ১২টার দিকে শাঁখারীকাঠি ইউনিয়নের গিলতলা নতুন ব্রীজের কাছে এই নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহত জুলমত শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার ৩নং গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের ওয়াহাব উদ্দিন শেখের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য এমদাদুল ইসলাম হাওলাদার বলেন, রাত ১২টার দিকে স্থানীয় ফোনে ঘটনাস্থালে গিয়ে ছোট নদীতে ইটবোঝাই একটি ডুবে যাওয়া নৌকার মাস্তুল ভেংগে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। তিনি জানান, ওই দুই ব্যাক্তি ঘুমান্ত অবস্থায় ইটবোঝাই নৌকায় ছিল। হঠাৎ নৌকাটি ডুবে গেলে সুজন শেখ নৌকা দিয়ে বের হতে পারলেও অপরজন বের হতে পারে নাই।
নাজিরপুর থানার ওসি হুমায়ন কবীর জানান, রাতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের নিজস্ব ডুবারী না থাকায় ভোর পর্যন্ত অপেক্ষা করতে বলি। পরে ভাটায় পানি কমে গেলে স্থানীয়রা মাস্তুল ভেংগে লাশ বের করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ও লাশ সুরতহালের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বিবার্তা/মশিউর/বর্ষা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]