কক্সবাজার টেকনাফ মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
রবিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ জিরো পয়েন্ট থেকে মেরিন ড্রাইভগামী রাস্তার সী-বীচ পয়েন্ট মোড় ভাই ভাই স্টোরের নিকট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো: আবু সালাম চৌধুরী।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার সদর, মধ্যম লাইট হাউজ ১২ নং ওয়ার্ডের বাসিন্দা মো: দেলোয়ার হোসেনের ছেলে তোফায়েল আহমেদ (প্রকাশ রুবেল) (৩৫)। টেকনাফ কচুবুনিয়া পাড়া ৭ নং ওয়ার্ডের বাসিন্দা কবির আহমদের ছেলে মো: জিয়াবুল (২১)।
গ্রেফতারকৃত ব্যক্তিরা জানায়, র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে একজন মাদক কারবারি দ্রুত অন্ধকারে পালিয়ে যায় এবং তারা স্বীকার করে।তারা আরো জানায়,তারা এবং পলাতক আসামী পরস্পর দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে এবং টেকনাফ ও কক্সবাজার শহরের এর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল।
র্যাব জানায়, উদ্ধার হওয়া মাদকসহ পলাতক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/তাফহীমুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]