
সাতক্ষীরার তালায় চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে হাত-পা বেঁধে মারধর ও নির্যাতনের মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। এর আগে শিশুটির দাদা হোসেন আলী গাজী শরিবার রাতে তালা থানায় মামলা করেন।
গ্রেফতারকৃতরা হলো আড়ংপাড়া গ্রামের সাদেক গাজীর ছেলে ও ঘেরমালিক জাকির গাজী (৪৫) এবং ঘেরের কর্মচারী সোহেল ফকির (২০)।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, টাকা চুরির অপবাদে শিশুকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো এক আসামি পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আড়ংপাড়া গ্রামে (কুলিন্দার বিলে) জাকির গাজীর ঘেরে এক হাজার টাকা চুরির অপবাদে হাত-পা বেঁধে শিশুটিকে মারধর করা হয়। এ সময় তার পিতাকে মোবাইল ফোনে কিশোরের আর্তচিৎকার শোনান তারা। আহত ওই কিশোরের বাড়ি তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলাপোতা গ্রামে। সে তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]