জৈন্তাপুরে খাসিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হকতই উৎসব পালিত
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ২২:৫৭
জৈন্তাপুরে খাসিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান হকতই উৎসব পালিত
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জৈন্তাপুর উপজেলাসহ সমতল অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী খাসিয়া সম্প্রদায়ের বাৎসরিক প্রধান ধর্মীয় অনুষ্ঠান হকতই উৎসব পালন করা হয়েছে।


২৮ জানুয়ারী, শনিবার জৈন্তাপুর উপজেলা সদরের খাসিয়া পল্লী'তে দিনব্যাপী হকতই উৎসব পালন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।


সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন বৃহত্তর জৈন্তিয়া আদিবাসী কল্যাণ সংস্থার চেয়ারম্যান ব্যবসায়ী মি, হেনরী লামিন।


দিনব্যাপী বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হকতই উৎসবে অংশগ্রহন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মো. জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. রুস্তুম আলী, জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল-মাসুদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক খায়রুল ইসলাম, নকশিয়া খাসিয়া পুঞ্জি'র হেডম্যান মি, ওয়েলকাম রম্বাই, মোকামপুঞ্জি খাসিয়া পল্লী'র হেডম্যান বানন লামিন, জৈন্তাপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, বিশিষ্ট ব্যবসায়ী বাবলু বখত, সংস্কৃতিকর্মী শ্যামল চন্দ্র ঘোষ, আওয়ামী লীগ নেতা হানিফ আহমদ, নিজপাট ইউপি'র প্যানেল চেয়ারম্যান মনসুর আহমদ, সদস্য হুমায়ুন কবির খান, আদিবাসী নেতা অনুপ রম্বাই, সরঞ্জিত রম্বাই ও সজল সার্থী।


অনুষ্টানে সভাপতিত্ব করেন খাসিয়া সেবা সংঘের সভাপতি বিশ্বজিৎ সুমের।


অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিউয়েল নাইয়াং।


সন্ধ্যায় উপজলা সদরের খাসিয়াহাটি সেবা সংঘের নিজস্ব কার্যালয়ে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিশু শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


বিবার্তা/জাহিদুল/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com