
কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫টি মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার দুপুরে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান তাঁর কার্যালয়ে উপস্থিত মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের হলে দৌলতপুর থানা পুলিশ মোবাইল ফোনগুলো উদ্ধারে তৎপর হোন। পরবর্তীতে প্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া যাওয়া ৫টি মোবাইল ফোন উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো গতকাল দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান স্ব স্ব মালিকদের কাছে হস্তান্তর করেন।
বিবার্তা/শরীফুল/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]