
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতি প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডিবি লেখা জ্যাকেট, পুরোনো ওয়াকিটকি, খেলনা পিস্তল ও কাঠের ওয়াকিটকি পাওয়া গেছে বলেও জানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন- খলিলুর রহমান মৃধা, জামাল আকন, আবু সালে হাওলাদার, বিল্লাল, আবু হানিফ, মো. ইউসুফ প্রমুখ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারিকুল ইসলাম।
তিনি জানান, আসামিদের গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়া ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, তাদের কাছ থেকে একটি গাড়ির নম্বর প্লেট, দু’টি শ্যাওলা কালারের ডিবি লেখা জ্যাকেট, দু’টি জোড়া স্টিলের হ্যান্ডকাপ, একটি পুরাতন অকেজো ওয়াকিটকি, একটি কালো রংয়ের খেলনা পিস্তল, একটি কাঠের ওয়াকিটকি, একটি আর্মি পোষাকের সদৃশ কটি জ্যাকেট, দু’টি লোহা/স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]