সিটি স্ক্যানের পর জানা গেল মোস্তাফিজের শারীরিক অবস্থা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৫
সিটি স্ক্যানের পর জানা গেল মোস্তাফিজের শারীরিক অবস্থা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে ম্যাচ বিহীন আজকের এই দিনে অনুশীলনের সময় মাথায় চোট পান ভিক্টোরিয়া কুমিল্লার তারকা মোস্তাফিজুর রহমান। অনুশীলনের সময় ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথিউ ফোর্ডের বলে মাথায় আঘাত পান ফিজ। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। সিটি স্ক্যান করার পর তার শারীরিক অবস্থার তথ্য জানাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


কুমিল্লার মিডিয়া ডিরেক্টর খান নয়ন বলেন, মাথায় লেগেছে। এরপর বসে ছিল মাঠে, যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয় তাকে। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই গেছে।


১৮ ফেব্রুয়ারি, রবিবার চট্টগ্রামের জহির আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন চলাকালে এ ঘটনা ঘটে। ইম্পেরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কুমিল্লা টিম ম্যানেজমেন্ট মাস্টফিসের সর্বশেষ অবস্থার কথা জানায়। তবে টাইগার ক্রিকেট ভক্তরা এতে সান্ত্বনা পেতে পারেন। মোস্তাফিজের একমাত্র ইনজুরি বাইরে থেকে এসেছে। তাকে কোনো বিপদে পড়তে হবে না।


সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে, এটা কেবলই বাহ্যিক ইনজুরি। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ নেই। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। এছাড়া তার ক্ষতে সেলাই লাগানো হয়েছে।


বলটি মোস্তাফিজের মাথার পেছনে লেগেছে তা স্পষ্ট। সহকর্মী বিদেশি ম্যাথিউ ফোর্ড যখন ব্যাট করছিলেন তখন তিনি বোলিংয়ে ছিলেন। হঠাৎ একটি বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে।


রক্তাক্ত মাস্টিফকে একটি স্ট্রেচারে রাখা হয়েছিল এবং একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা গেছে। এটা অবশ্যই তার ফ্র্যাঞ্চাইজি কুমিল্লার জন্য বড় ধাক্কা। দলের জার্সি গায়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১১ গোল করেছেন মোস্তাফিজ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com