
চলতি বছরে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জিতেছে আর্সেনাল। ১৭ ফেব্রুয়ারি, শনিবার মাঠে নেমেছিল বার্নলির বিপক্ষে। বুকায়ো সাকার জোড়া গোলে বছরে নিজেদের পঞ্চম ম্যাচেও বড় জয় পেয়েছে গানাররা।
এর আগে ওয়েস্ট হাম, লিভারপুল, নটিং হ্যাম ফরেস্ট এবং ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের আনন্দ পেয়েছে আর্সেনাল।
বার্নলির ঘরের মাঠ টার্ফ মুরে দাপুটে ফুটবলই খেলেছে আর্সেনাল। অবশ্য গানারদের এমন পারফর্ম্যান্সই ছিল প্রত্যাশিত। কেননা চলতি মৌসুমে নিজেদের ঘরের মাঠে ১২ ম্যাচ খেলে কেবল ৫ পয়েন্ট পেয়েছে বার্নলি। দুর্বল প্রতিপক্ষ পেয়ে সুযোগের সদ্ব্যবহারই করেছে মাইকেল আর্তেতার শিষ্যরা, জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে।
বার্নলির মাঠে কাল ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের ৪ মিনিটের মাথায় দারুণ এক গোলে গানারদের এগিয়ে দেন মার্টিন ওডেগার্ড। শুরুতেই এগিয়ে যাওয়ার পর আর্সেনালের হয়ে দ্বিতীয় গোলটি করেন সাকা। ৪১ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন তিনি।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় আর্সেনাল। ওডেগার্ডের বাড়িয়ে দেয়া বলে দারুণ এক শট নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সাকা। এ নিয়ে টানা দুই ম্যাচে জোড়া গোল করলেন তরুণ এই ফুটবলার।
এরপর ম্যাচের ৬৬ মিনিটে গানারদের হয়ে ব্যবধান বাড়ান লিসান্দ্রো ট্রোসার। আর ৭৮ মিনিটে কাই হ্যাভার্টজও পান জালের দেখা। সব মিলিয়ে ৫-০ গোলের জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে গানাররা।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]