ড্র করেও পয়েন্ট খোয়ালো ম্যানসিটি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৬
ড্র করেও পয়েন্ট খোয়ালো ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চেলসির বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। গতকাল লিগে ঘরের মাঠে স্টামফোর্ড ব্রিজের দলটির বিপক্ষে মাঠে নেমেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। তবে ইতিহাদ স্টেডিয়ামে ব্লুজদের বিপক্ষে ম্যাচে নিজেদেরই সাবেক ফুটবলার রহিম স্টার্লিংয়ের গোলে প্রথমে পিছিয়ে পড়ে সিটিই। শেষ পর্যন্ত রদ্রির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে আর্লিং হলান্ডরা।


ঘরের মাঠে চেলসির বিপক্ষে ম্যাচে কাল দাপুটে ফুটবলই খেলেছে গার্দিওলা শিষ্যরা। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে অবশ্য চেলসিও আধিপত্য বিস্তার করেছে কিছু সময়। সিটির আক্রমণের বিপরীতে বেশ কয়েকবার প্রতি আক্রমণে গোলের সুযোগ তৈরি করেছিল মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।


ম্যাচের ২৩ মিনিটে এমনই এক প্রতি-আক্রমণে গোল করার দারুণ এক সুযোগ পেয়েছিল চেলসি। তিবে সিটি গোলরক্ষম এদেরসনকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি নিকোলাস জ্যাকসন। এরপর আরও কয়েকটি সুযোগ ব্যর্থ হয়েছে সফরকারীদের।


ম্যাচের ৪২ মিনিটে প্রতি-আক্রমণ থেকেই দারুণ এক গোলে এগিয়ে যায় চেলসি। সাবেক সিটি ফুটবলার স্টার্লিংয়ের গোলে এক গোলের লিড পায় ব্লুজরা।
এদিকে ১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর মরিয়া হয়ে খেলতে শুরু করে সিটি। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে চেলসির রক্ষণ।


তবে বারবার আক্রমণে গিয়েও গোলের দেখা পেতে ব্যর্থ হন হলান্ড-ডি ব্রুইনারা। এক পর্যায়ে ধারণা করা হচ্ছিল, ইতিহাদ স্টেডিয়াম থেকে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়বে চেলসি। তবে চেলসিকে শেষ পর্যন্ত ফিরতে হয়েছে ড্র নিয়েই।


ম্যাচের শেষদিকে ৮৩ মিনিটে সিটির হয়ে একমাত্র গোলটি করেছেন রদ্রি। তার এই গোলেই ঘরের মাঠে হার এড়াতে পেরেছে গার্দিওলা শিষ্যরা। তবে ব্লুজদের কাছে পয়েন্ট খুইয়ে লিগ টেবিলের তিনে নেমে গেছে সিটি।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com