বিপিএল: টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩০
বিপিএল: টস জিতে ব্যাটিংয়ে চট্টগ্রাম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিপিএলের ৩৬তম ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগতহোম চৌধুরী।


ঢাকার জন্য আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও চট্টগ্রামের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। জিতলে সহজ হবে প্লে অফে খেলার রাস্তা। আর হারলেই টিকে থাকা কঠিন হয়ে পড়বে চট্টগ্রামের। ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে বন্দর নগরীর দলটি।


অন্যদিকে দুর্দান্ত ঢাকার আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে। ১১ ম্যাচে মাত্র একটি জিতেছে তারা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের পর টানা ১০ ম্যাচে হারের মুখ দেখেছে তারা।


চট্টগ্রাম একাদশ: জশ ব্রাউন, তানজিদ হাসান তামিম, শুভাগতহোম, শাহাদাত হোসেন দিপু, রোমারিও শেফার্ড, সৈকত আলি, টম ব্রুস, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, হুসনা হাবিব, জিসান আলম।


ঢাকা একাদশ: নাইম শেখ, সাব্বির হোসেন, শন উইলিয়ামস, আনামুল হক, অ্যালেক্স রস, চতুরঙ্গ ডি সিলভা, মোসাদ্দেক হোসেন, অ্যাডাম রসিংটন, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ (অধিনায়ক), শরিফুল ইসলাম।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com