চ্যাম্পিয়ন্স লিগ: বায়ার্নকে হারিয়ে লাৎসিওর চমক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৯
চ্যাম্পিয়ন্স লিগ: বায়ার্নকে হারিয়ে লাৎসিওর চমক
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বুন্ডেসলিগায় বায়ার লেভারকুজেনের বিপক্ষে হারের পর বড় আরেকটি ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে লাৎসিওর বিপক্ষে হেরে গেল টমাস টুখেলের দল।


প্রথম লেগে ঘরের মাঠে বুধবার রাতে ১-০ গোলে জিতেছে লাৎসিও। পেনাল্টি থেকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন চিরো ইম্মোবিলে।


দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ১০ জনের দলে পরিণত হওয়া বায়ার্ন লক্ষ্যে রাখতে পারেনি কোনো শট। ২০১৯ সালের ডিসেম্বরের পর এই প্রথম তারা হারল টানা দুই ম্যাচে। কদিন আগে বুন্ডেসলিগার ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লেভারকুজেনের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল জার্মান চ্যাম্পিয়নরা।


৬১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নেয় বায়ার্ন। এর একটিও যায়নি লক্ষ্যে। ২০১৫ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার এই অভিজ্ঞতা হলো তাদের। দ্বিতীয়ার্ধে নিজেদের দারুণভাবে মেলে ধরা লাৎসিওর ১১ শটের চারটি ছিল লক্ষ্যে।


প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যেতে পারত বায়ার্ন। দ্বিতীয় মিনিটে লেরয় সানে ডান দিক থেকে খুঁজে নেন জসুয়া কিমিখকে। ২০ গজ দূর থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি জার্মান মিডফিল্ডার।


পাঁচ মিনিট পর গোলের দারুণ সুযোগ হাতছাড়া করেন হ্যারি কেইন। টমাস মুলারের কাট ব্যাক থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান ইংলিশ স্ট্রাইকার। কিন্তু ৮ গজ দূর থেকেও লক্ষ্যে থাকেনি তার প্রচেষ্টা।


অনেকটা খেলার ধারার বিপরীতে ২২তম মিনিটে নিজেদের প্রথম সুযোগ পায় লাৎসিও। ডি বক্সের বাইরে থেকে লুইস আলবের্তোর শট যায় ক্রসবার ঘেঁষে। ১১ মিনিট পর গোল প্রায় পেয়েই যাচ্ছিল বায়ার্ন। ফ্রি কিক থেকে সানের শট একটুর জন্য থাকেনি লক্ষ্যে।


৪০তম মিনিটে সফরকারীদের হতাশ করেন জামাল মুসিয়ালা। খুব কাছ থেকেও তার প্রচেষ্টা থাকেনি লক্ষ্যে।


দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে পারত লাৎসিও। ৪৮তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি গুস্তাভ ইসাকসেন। পা বাড়িয়ে তার শট ঠেকিয়ে দেন মানুয়েল নয়ার।


গোলের জন্য এরপর খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ৬৯তম মিনিটে সফল স্পট কিকে লাৎসিওকে এগিয়ে নেন ইম্মোবিলে। ডি বক্সে ইসাকসেনকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন দায়দ উপেমেকানো, পেনাল্টি পায় সেরি আর দলটি।


চলতি আসরে এটি ইম্মোবিলের চতুর্থ গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে দশম।


দশ জনের দলে পরিণত হলেও আক্রমণাত্মক ফুটবলই খেলে যায় বায়ার্ন। ধরে রাখে বল দখলে আধিপত্য। কিন্তু তৈরি করতে পারেনি তেমন কোনো সুযোগ। উল্টো ৯০তম মিনিটে আরও পিছিয়ে যেতে বসেছিল। প্রতি আক্রমণ থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়েছিলেন এন্দেরসন। কিন্তু শট নিতে দেরি করে ফেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। সুযোগ কাজে লাগান দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জায়ে। তার দারুণ ব্লকেই ২-০ হয়নি স্কোরলাইন।


আগামী ৫ মার্চ বায়ার্নের মাঠে হবে ফিরতি লড়াই।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com