
বিপিএলের চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনেও রানের ফোয়ারার দেখা মিলেছে। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে ক্যারিশমাটিক শো দেখিয়েছেন বরিশালের দলপতি তামিম ইকবাল। তার ৭১ রানের ঝোড়ো ইনিংস ও শেষ দিকে সাইফউদ্দিনের ক্যামিওতে বড় সংগ্রহ পেয়েছে বরিশাল।
১৪ ফেব্রুয়ারি, বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ফরচুন বরিশাল।
বরিশালের হয়ে ইনিংস গোড়াপত্তনে নেমে দারুণ সূচনা করেন অধিনায়ক তামিম ইকবাল ও পাকিস্তান তারকা আহমেদ শেহজাদ। ব্যক্তিগত ২৪ রানে শেহজাদ ফিরলে ভাঙে ৭৬ রানের উদ্বোধনী জুটি।
এরপর বড় কিছুর আভাস দিয়ে ফেরেন সৌম্য সরকার (২৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১৩)।
তবে সতীর্থদের যাওয়া-আসার মিছিলে ৩৪ বলে আক্রমণাত্মক ইনিংস খেলে নিজের ফিফটি তুলে নেন তামিম। প্যাভিলিয়নে ফেরার আগে ৪৫ বলে ৭১ রানের মারকাটারি এক ইনিংস খেলেন বাঁ-হাতি এই ব্যাটার।
ব্যাট হাতে নেমে মুশফিক আর মিরাজও উইকেটে থিতু হতে পারেননি। অল্প রানেই ফেরেন এই দুই ব্যাটার।
শেষ দিকে ব্যাট করতে নেমে রাজধানীর দলটির বোলারদের একপ্রকার তুলোবুনো করেন সাইফউদ্দিন। সমান দুটি করে চার ও ছক্কায় ২৩ রানের দুর্দান্ত এক ক্যামিও খেলেন এই অলরাউন্ডার।
অন্যপ্রান্তে ১০ রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় তামিম-সৌম্যরা।
বল হাতে ঢাকার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আলাউদ্দিন বাবু। এ ছাড়া তাসকিন দুটি ও শরিফুল একটি করে উইকেট শিকার করেছেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]