
বিপিএলে দিনের প্রথম ম্যাচে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর আজ টসে জিতে ব্যাটিংয়ে নেয়ার পর ব্যাট হাতে বড় সংগ্রহের দেখা পেয়েছে। দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা রেজা হেনড্রিকসের ৫৮ এবং শেষদিকে জেমস নিশামের ঝড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে নুরুল হাসান সোহানের দল। এবারের আসরে এটিই প্রথম কোনো দলের দুইশ ছাড়ানো সংগ্রহ।
টসে জিতে বযাট করতে নেমে আজ উদ্বোধনী জুটিতেই স্কোরবোর্ডে ৬১ রান তুলেছে রংপুর। রনি তালুকদারকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলেছেন রংপুরের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা হেনড্রিকস। ১৭ বলে ২৪ রান করে রনি আউট হলেও নিজের প্রথম ম্যাচেই আজ ফিফটি তুলে নিয়েছেন প্রোটিয়া ওপেনার।
দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার আজ দ্বিতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গেও গড়েছিলেন ৩২ বলে ৬০ রানের জুটি। তবে ১৬ বলে ৩ চার আর ১ ছয়ে ২৭ রান করে সাকিব ফিরলে ভাঙ্গে এ জুটি। এরপর হেনড্রিকস ফেরেন ৪১ বলে ৫৮ রান করে।
দলীয় ১২২ রানে হেনড্রিকস ফেরার পর রংপুরকে বড় সংগ্রহ এনে দিয়েছেন আরেক বিদেশি ব্যাটার জেমস নিশাম। আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন সোহান। ঝড়ো ইনিংসে নিশাম ২৬ বলে ৫ চার আর ৩ ছয়ে করেন ৫১ রান। আর ২১ বলে ৩১ রান করেন সোহান। এ দুজনের অপরাজিত ইনিংসের সুবাদেই ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রানের সংগ্রহ গড়ে রংপুর।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]