
বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দুর্দান্ত ঢাকা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ। সাধারণত দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে দেখা যায় না কোনো অধিনায়ককে। তবে এবার ঢাকা হাঁটলো উল্টো পথে। আগে ফিল্ডিং করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মূলত পয়েন্ট টেবিলের একেবারে তলানীতে রয়েছে ঢাকা, তাই জয়ের খোঁজেই এই সিদ্ধান্ত নিয়েছে দলটি। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প অন্য কোনো পথ নেই তাসকিন আহমেদের দলের কাছে।
দুরন্ত ঢাকা একাদশ: তাসকিন আহমেদ, সাইফ হাসান, আরাফাত সানি, শরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম, তাহজিবুল ইসলাম, মেহরাব হাসান, চতুরঙ্গা ডি সিলভা, মোহাম্মদ ইরফান, আলেক্সান্ডার রস ও আন্দ্রে ম্যাকার্থি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রেমন রাইফার, উইল জ্যাকস, ব্রুক ডেভিড ও ম্যাথু ফোর্ড।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]