
রিয়াল মাদ্রিদের পক্ষেই হয়তো এভাবে ম্যাচে ফেরা সম্ভব। কার্লো আনচেলত্তির শিষ্যদের প্রথমার্ধে চমক দেখায় পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকা আলমেরিয়া। জোড়া লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখে রিয়াল। জয় নিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল রিয়াল।
২১ জানুয়ারি, রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে চরম নাটকীয় ম্যাচে একেবারে শেষ সময়ে আলমেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এদিন পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও প্রথমার্ধে হোঁচট খায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম মিনিটেই ব্লাঙ্কোসের জাল খুঁজে নেন বেলজিয়াম উইঙ্গার রামাজানি।
এরপর ম্যাচের ৪৩তম মিনিটে গঞ্জালেজ আরেক ধাপ এগিয়ে নেন আলমেরিয়াকে। শেষ পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ।
বিরতি থেকে ফিরে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে কার্লো আনচেলত্তির বাহিনী। ম্যাচের ৫৭তম মিনিটে রিয়ালকে প্রথম গোল এনে দেন বেলিংহাম।
এরপর ১০ মিনিটের ব্যবধানে ভিনিসিয়াস জুনিয়রের গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ম্যাচের অতিরিক্ত সময় কারভাজালের গোলে জয় তুলে নেয় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
এই জয়ে ২০ ম্যাচে ১৬ জয় নিয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে জিরুনা। অন্যদিকে ৪১ পয়েন্ট নিয়ে তিনে অ্যাথলেটিক ক্লাব বিলবাও। সমান পয়েন্ট নিয়ে চারে বার্সা। আর ৩৮ পয়েন্ট নিয়ে পাঁচে অ্যাতলেটিকো মাদ্রিদ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]