শিরোনাম
বিলস অ্যাপে মিলবে একগুচ্ছ সেবা
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ১৭:২৪
বিলস অ্যাপে মিলবে একগুচ্ছ সেবা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসকে আরও একধাপ এগিয়ে নিতে সম্প্রতি বিলস একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে।


এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে বিলস পরিচালিত বিভিন্ন কার্যক্রম/কোর্স সম্পর্কিত তথ্য, জরিপে অংশগ্রহণ, তথ্য আদান-প্রদান, প্রকাশনা ও নোটিশসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে।


রবিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিলস সেমিনার হলে বিলস অ্যাপের উদ্বোধন ঘোষণা করেন বিলস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজ।



অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিলস মহাসচিব ওনির্বাহী পরিচালক নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপদেষ্টা পরিষদ সদস্য কামরুল আহসান, নির্বাহী পরিষদ সদস্য কুতুব উদ্দিন আহমেদ, সাকিল আখতার চৌধুরী, মো. আব্দুল ওয়াহেদ, নাসরিন আক্তার ডিনা, কাজী রহিমা আক্তার সাথী, শামীম আরা প্রমুখ। এছাড়া জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ এবং বিলস কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে জানানো হয় গুগল প্লে-স্টোরে BILS লিখে ডাউনলোড ও মোবাইলে ইনস্টল করে যে কেউ রেজিস্ট্রেশন করে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।


বিবার্তা/বিপ্লব/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com