শিরোনাম
ভার্চুয়ালি তিন দিনের ‘বাংলাদেশ ওপেন ডেটা সামিট’ শুরু
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ১৭:৩৭
ভার্চুয়ালি তিন দিনের ‘বাংলাদেশ ওপেন ডেটা সামিট’ শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন খাতের উন্মুক্ত ডেটার সহজলভ্যতা ও নাগরিক কল্যাণের সম্ভাব্য ব্যবহারের গুরুত্ব উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ওপেন ডেটা সামিট।


ভার্চুয়াল এই সম্মেলনে ওপেন ডেটা উৎপাদক প্রতিষ্ঠান, ব্যবহারকারী ও নতুন উদ্ভাবকদের এক প্লাটফর্মে আনা হয়েছে।


প্রথমবারের মতো অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজক ইউনেস্কোর গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফর্মেশন লিটারেসি।


শনিবার (২৩ অক্টোবর) সম্মেলনের উদ্বোধনী দিনে দেশের উন্মুক্ত ডেটার প্রাপ‍্যতা নিয়ে অনুষ্ঠিত হয় ওয়েবিনার। এতে ওপেন ডেটার বিষয়ভিত্তিক মূল আলোচক ছিলেন এটুআইয়ের কাওসার হোসাইন সজীব।


ডেটাফুলের উদ্যোক্তা পলাশ দত্তের সঞ্চালনায় ওয়েবিনারে উপস্থাপনায় দেশে উন্মুক্ত ডেটার ব্যবহার ও বিন্যাস তুলে ধরেন তিনি।


আলেচানায় অংশ নিয়ে এসডিজি ডেটা ট্র্যাকারের বিষয়ে আলোকপাত করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র যুগ্ম পরিচালক আলমগীর হোসাইন। ওপেন এড্যুকেশন ডেটায় ব্যানবেজের সীমাবদ্ধতাতুলে ধরেন ডেটাফুলের ডেটা কিউরেটর শাকিল আহমেদ।


এছাড়াও আইপিডিসি ফাইন্যান্সের স্বাধীন পরিচালক শাহ মো. আহসান হাবিব অর্থনৈতিক ডেটার সহজলভ্যতা বিষয়ে আলোকপাত করেন।


তিন দিনব্যাপী সম্মেলনে অংশ নিয়েছে এটুআই, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, বাংলাদেশ ইন্সটিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ও সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ডেভেলপমেন্ট।


অংশগ্রহণকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে ভারতের ডেটালিডস, নেপালের ফ্রিডম ফোরাম, আমেরিকাভিত্তিক ওপেন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং জার্মানির ডিডব্লিউ একাডেমি।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com