শিরোনাম
বাজারে নতুন ল্যাপটপ আনলো এইচপি
প্রকাশ : ০৯ মে ২০২১, ১৬:১৫
বাজারে নতুন ল্যাপটপ আনলো এইচপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন একটা ল্যাপটপ বাজারে এনেছে এইচপি। মডেল এইচপি স্পেক্টর এক্স ৩৬০। এতে রয়েছে ৮ জিবি র‍্যামের পাশাপাশি ৪১ ডব্লিউ এইস ব্যাটারি। এর বডি ডাইমেনশন হল ৩০.৮৮*২১.৭৯*১.৪৫ সেন্টিমিটার।


এইচপি ল্যাপটপে থাকছে ১৩.৩ ইঞ্চির একটি ডায়াগোনাল ডিসপ্লে যার রেজুলেশন হলো ১৯২০*১০৮০ মেগাপিক্সেল। প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর ৭-৮৫৬৫ ইউ প্রসেসর।


উইন্ডোজ টেন জেনুইন অপারেটিং সিস্টেমে চালিত ল্যাপটপে গ্রাফিক্স হিসেবে থাকছে ইন্টেল ইউ এইচডি গ্রাফিক্স ৬২০। এতে মেমোরি হিসেবে থাকছে ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ।


এখানে কোন অ্যাডিশনাল অফিস সফটওয়্যার থাকবে না। এতে ৪ সেলের সাথে থাকছে ৪১ ডব্লিউ এইস ব্যাটারি। এটি ৪৫ মিনিটের মধ্যে ৫০% চার্জ ব্যাকআপ পাওয়ার আশা করা যাচ্ছে।


আরো থাকছে ফুল সাইজ কিবোর্ড, ৬৫ ওয়াটের এসি পাওয়ার এডাপ্টারএবং ওয়েবক্যাম হিসেবে থাকছে এইচপি ওয়াইড ভিশন এফ এইচডি।


ল্যাপটপটি অ্যাস কালারে পাওয়া যাবে। দেশের বাজারে এটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৬ হাজার টাকা।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com