শিরোনাম
করোনাকালে ডিজিটাইজেশনের ব্যাপকতা বেড়েছে
প্রকাশ : ১২ এপ্রিল ২০২১, ১৯:৩৪
করোনাকালে ডিজিটাইজেশনের ব্যাপকতা বেড়েছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাকালে দেশের মানুষের জীবনযাত্রায় ডিজিটাইজেশনের ব্যাপকতা বেড়েছে। সরকারে সেবাগুলো ডিজিটাল প্লাটফর্মে নিয়ে আসার কারণে এখন কোনো কাজ ফেলে রাখতে হচ্ছে না। মিটিংসহ অন্যান্য কাজে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে।


ভলান্টারি সার্ভিস অ্যাসোসিয়েশন বাংলাদেশের আয়োজনে এবং প্রথম আলোর সহযোগিতায় ‌‘টেকনোলজি ড্রাইভেন ইন এডুকেশন অ্যান্ড ভিএসও স্কুল অ্যাপ: স্কোপ অ্যান্ড ফিউচার’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।


মন্ত্রী বলেন, করোনার কারণে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। নতুন প্রজন্ম ঘরে বসেই দিন পাড় করছে। শিক্ষার ডিজিটাইজেশনে সরকারের সব সুবিধা সমভাবে বন্টন করা সম্ভব হয়নি, পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের এক্ষেত্রে উদ্বুদ্ধ করা সম্ভব হয়নি।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিএসও লিড টেকনিক্যাল অ্যাডভাইজার পূর্ণ শ্রেষ্ঠ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) প্রতিষ্ঠাতা মুনীর হাসান, যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. জাহিদ হাসানসহ অংশীজনেরা।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com