শিরোনাম
বাজারের সেরা কয়েকটি ছোট ফিচার ফোন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২১, ১৬:৫৫
বাজারের সেরা কয়েকটি ছোট ফিচার ফোন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্যপ্রযুক্তির এই যুগে স্মার্টফোন ব্যবহার করাটা অনেকটা ফ্যাশনের মতো হয়ে গেছে। অনেকে তো এই ডিভাইসটা ছাড়া চলতে পারেন না এক মুহূর্ত। স্মার্টফোনের আগে সবাই কিছু ছোট ফিচার ফোন ব্যবহার করতেন। বিশেষ করে ‘নকিয়া’, সিম্ফনির ফিচার ফোনগুলো ছিলো খুবই ভাল মানের। কেউ শুধু কথা বলার, আবার কেউ কাজের জন্য এখনও অনেকে ছোট এই ফোনগুলো ব্যবহার করে থাকেন।


এখন সবার হাতে এটা দামি ও ভাল ব্র্যান্ডের স্মার্টফোন থাকলেও ছোট ফিচার ফোনের চাহিদা এখনো রয়েছে। তাই এখানে কিছু ছোট সাইজের ফিচার ফোন নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। যেগুলোর কয়েকটি মাঝামাঝি এবং কয়েকটি অনেক ছোট সাইজের। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেওয়া যাক বাজারের ফিচার ছোট ফোনগুলোর বিষয়ে।


কপি নকিয়া মিনি : ‘নকিয়া’র সাথে পরিচিত নেই, এমন মানুষ খুব কমই আছে। এই ফোনটি একসময় মোবাইলের বাজারে রাজত্ব করেছিলো খুব। ‘নকিয়া’র ব্র্যান্ডের ডিজাইন এবং নাম কপি করে, তৈরি করা হয়েছে ‘নকিয়া মিনি’। এই ফোনটিও বেশ ছোট। আমাদের হাতের যে ছোট আঙুলটি রয়েছে, সেটির সমান হবে। এই ফোনটির ডিজাইনে একটু কার্ভিং করা হয়েছে।


ফোনটিতে রয়েছে কালার ডিসপ্লে এবং ক্যামেরা। এত ছোট একটি ফোনে এত কিছু পাওয়াটা কম কথা নয়। ফোনটিতে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। আরো থাকছে ‘এফ এম রেডিও’র সুবিধা। এজন্য ব্যবহার করার দরকার নেই কোনো হেডফোন বা ইয়ারফোনের। ফুল চার্জে ফোনটি ব্যাকআপ দিবে ২দিন। ফোনটির দাম হচ্ছে ১ হাজার১০০টাকা।


কেকে ১ : এখন যে মোবাইল ফোনটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে ‘কেকে ১’। ফোনটি সাইজে বেশ ছোট। আপনি চাইলে, ফোনটির ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে অ্যান্ড্রোয়েড ফোনের সাথেও চালাতে পারবেন। সেক্ষেত্রে এক ফোনের মিউজিক আরেক ফোনে বাজানো সম্ভব।


ফোনটির রেয়ার প্যানেলে দেয়া হয়েছে বড় ধরনের একটি গ্রিল। যেটার মধ্যে একটি ইয়ারটিপস এডজাস্ট করে, ব্লুটুথ ইয়ারফোনের মতো ব্যবহার করতে পারবেন। ফোনটিতে ব্যবহার করা যাবে একটি সিম। ফুল চার্জে ফোনটি ব্যাকআপ দিবে ১.৫ দিনের মতো। ফোনটির দাম হচ্ছে ১ হাজার৩৯০ টাকা।


কেচাওডা কার্ডফোন : এই ফোনটি দেখতে অনেকটা ছোট কার্ডের মতো হওয়ায় এটিকে কার্ডফোন বলা হয়। ফোনটির ডিসপ্লে দেখতে অনেক সুন্দর লাগছিলো। ডিসপ্লেটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেটাতে বাটন দেখা যায় না। ফোনটির মাঝামাঝি সাইজের।


কালার ডিসপ্লের সাথে ফোনটিতে আরও রয়েছে একটি ক্যামেরা, ভিডিও দেখার সুবিধা এবং মিউজিক প্লেয়ার। ফোনটিতে ব্যবহার করা যাবে ইয়ারফোন। ফুল চার্জে ফোনটি ব্যাকআপ দিবে ১দিন। বর্তমানে এর দাম ১ হাজার ৩০০টাকা।


কেচাওডা মিনি : আগের ফোনের সাথে এই ফোনটির হুবহু মিল রয়েছে। পার্থক্য শুধু ডিসপ্লের বাটনের। এই ফোনটিতে ডিসপ্লের বাটনটি ভিজিবল। অর্থাৎ আগেরটিতে না দেখা গেলেও, এটিতে ঠিকই দেখা যাবে বাটন। তাছাড়া, অন্য সব কিছুই আগের ‘কেচাওডা’ ফোনটির মতোই রয়েছে। আগের টির মতো চার্জিং ব্যাকআপ দিবে ১ দিন। এর দাম হচ্ছে ১ হাজার ২৫০ টাকা।


ইউলেক্স ইউএক্স ২০২ : এই ফোনটিও সাইজে অনেক ছোট। তবে, এটি দেখতে অনেকটা ‘নকিয়া ৩৩১০’ এর মতো। ফোনটিতে সিম কার্ড এবং মেমোরি কার্ড দুটিই ব্যবহার করা যাবে। আগেরগুলোর মতো ব্লুটুথের মাধ্যমে
অ্যান্ড্রোয়েড ফোনের সাথে কানেক্ট করা যাবে। এই ফোনটির স্পিকার ছিলো আগেরগুলোর থেকে অনেক ক্লিয়ার। সব মিলিয়ে এই ফোনটি ছিলো অনেক সুন্দর। এটির দাম হচ্ছে ১ হাজার টাকা।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com