সালাম দেয়ার সঠিক নিয়ম ও ফজিলত
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১১:৩৬
সালাম দেয়ার সঠিক নিয়ম ও ফজিলত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সালাম আরবি শব্দ। এর অর্থ শান্তি ও দোয়া, কল্যাণ ইত্যাদি। ইসলামে সালামের গুরুত্ব অনেক। সালাম দিয়ে ইসলামে অভিবাদন জানানো হয়। পাশাপাশি এটি একটি দোয়াও। এর মাধ্যমে মুসলিম পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শ্রদ্ধা তৈরি হয়।


সালামের সঠিক উচ্চারণ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ (উচ্চারণ: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বার-কাতুহ। وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ (উচ্চারণ: ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বার-কাতুহ)।


আমরা অনেক সময়ই সালামের পূর্ণ জবাব দিতে কার্পণ্য করে থাকি। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে উত্তমরূপে সালামের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।


প্রথমত সালাম দেয়া ও সালামের উত্তর (ওয়ালাইকুমুস সালাম) দেয়া সুন্নত। মেশকাতে বর্ণিত আছে, একবার এক ব্যক্তি রসুলের সা. নিকটে এসে বললেন, আসসালামু আলাইকুম। তখন তিনি বললেন, লোকটির জন্য ১০টি নেকি লেখা হয়েছে। একটি সহিহ হাদিসে এসেছে যে, সালামে শুধু ‘আস্সালামু আলাইকুম’ বললে দশ নেকি, ‘ওয়া রাহমাতুল্লাহ’ বৃদ্ধি করলে বিশ নেকি এবং ‘ওয়া বারাকাতুহ’ সহ পুরো সালাম বললে ত্রিশ নেকি পাওয়া যায়।


ইমরান ইবনু হুসাইন (রা.) হতে বর্ণিত হাদিসে আছে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে একজন লোক এসে বলল, আস-সালামু আলাইকুম। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দশ নেকি। তারপর অন্য এক লোক এসে বলল, আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ। অতঃপর আরেক লোক এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ত্রিশ। (সুনানে আবু দাউদ ৫১৫৩; তিরমিজি ২৬৮৯)


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com