
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীতে গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শুরুতে তিনি বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিএনপি মহাসচিব। স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের, একইসঙ্গে ২৪ এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরও স্মরণ করেন।
ফখরুল বলেন, ‘বেশ কঠিন সময় তারেক রহমান ১৭ বছর পর দেশে এসেছেন। সবাই প্রত্যাশা করছেন তার কাছে। সবাই আশা করছেন উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে বাংলাদেশ।’
‘তারেক রহমান নিজেই আগ্রহ প্রকাশ করেছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য। সে সুযোগ তিনি চেয়েছিলেন। আজ তার সুযোগ তৈরি হয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]