ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর গ্রেফতার
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:১৭
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী থেকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সাইন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন গণমাধ্যমকে বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি, শাহবাগ থানায় একটি এবং ধানমন্ডি থানায় একটি মামলা রয়েছে।


তিনি আরও বলেন, মশিউরের বিরুদ্ধে জুলাই ছাত্রআন্দোলনে ছাত্র-জনতার ওপর মামলা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা আছে। তাকে রাত আটটার দিকে বিসিএসআইআর থেকে গ্রেপ্তার করা হয়েছে।


মোহসীন উদ্দিন বলেন, আজ তাকে কোর্টে পাঠানো হবে। এরপর জিজ্ঞাসাবাদে যদি মনে হয় তাকে রিমান্ডে দেওয়া প্রয়োজন, তাহলে আদালতে রিমান্ড চাওয়া হবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com