জাতীয় নির্বাচনের আগে-পরে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৮:৫১
জাতীয় নির্বাচনের আগে-পরে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে-পরে ৩ দিন (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ২৪ ঘণ্টার জন্য অন্যান্য যন্ত্রচালিত যান চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়েরর নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষর করা পরিপত্রে এ তথ্য জানানো হয়।


পরিপত্রে উল্লেখ করা হয়, আগামী ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপভ্যান, মাইক্রোবাস ও ট্রাক- চলাচল ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এছাড়া আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। বাকি যানবাহন হাইওয়েতে চলমান থাকবে। বিভিন্ন ধরনের সেবাদানকারী সংস্থা, বিমানবন্দর ইত্যাদি যেভাবে ফ্রি থাকে, ফ্রি থাকবে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ব্যালট পেপারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রায় দেবেন ভোটাররা।



বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com