সরকার মব জাস্টিস বরদাশত করে না: উপদেষ্টা রিজওয়ানা
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৬:৩৫
সরকার মব জাস্টিস বরদাশত করে না: উপদেষ্টা রিজওয়ানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকার মব জাস্টিস বরদাশত করে না। যেখানেই মব জাস্টিস হচ্ছে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।


শনিবার (১২ জুলাই) সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিনে এক লাখ চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।


উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, যারা মব তৈরি করছে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে।


এসময় পরিবেশ দূষণ রোধে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশ দূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে। যতক্ষণ পর্যন্ত মানসিকতায় প্রাণ-প্রকৃতিকে গুরুত্বপূর্ণ স্থানে না রাখবো, ততক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নয়ন হবে না।’


বায়ুদূষণ রোধে চীনের উদাহরণ তুলে ধরে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আমরা কাজ শুরু করেছি। আশা করি, দ্রুততম সময়ে সবার সহযোগিতায় বাংলাদেশের পরিবেশের উন্নয়ন সম্ভব।’


অনুষ্ঠানে সাভার উপজেলায় রোপণের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মাঝে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়। এসময় ঢাকা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com