মে মাসের শেষ সপ্তাহে ইন্টারনেটের গতি স্বাভাবিক হতে পারে
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ১১:৪৩
মে মাসের শেষ সপ্তাহে ইন্টারনেটের গতি স্বাভাবিক হতে পারে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত ১৯ এপ্রিল দিবাগত রাত ১২টার দিক থেকে সারাদেশে ইন্টারনেটে ধীরগতি দেখা দেয়। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানির (বিএসসিপিএলসি) জানায় ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ফাইবার ক্যাবল কাটা পড়েছে। ফলে দেশে ইন্টারনেটের গতি হয়ে যায় ধীর। এতে ভোগান্তিতে পড়েছেন দেশের লাখ লাখ ইন্টারনেট ব্যবহারকারী।


এই ক্যাবল মেরামত করতে কতদিন সময় লাগতে পারে তা জানিয়েছে বিএসসিপিএলসি।


বিএসসিপিএলসি বলছে, ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ফাইবার ক্যাবল কাটা পড়েছে। সেখানে মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হতে অন্তত ৫ সপ্তাহ লেগে যেতে পারে। সেক্ষেত্রে মে মাসের শেষ নাগাদ সংযোগ স্বাভাবিক হতে পারে। এই কয়দিন ইন্টারনেটের গতি ধীর থাকবে।


বিএসসিপিএলসি আরও জানায়, এসএমডব্লিউ-৫ বিচ্ছিন্ন হওয়ায় প্রায় ১৬০০ জিবিপিএস ব্যান্ডউইডথ এসএমডব্লিউ-৪ ক্যাবলে স্থানান্তর করার জন্য বিএসসিপিএলসি হতে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গ্রাহকদের বিএসসিপিএলসির মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনায় চাহিদা মোতাবেক তাদের সার্কিটসমূহের সংযোগ চালু করার প্রক্রিয়া গ্রহণ করেছে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com