মেয়াদ শেষে পূর্ণাঙ্গ রূপ পেল ইবি ছাত্রলীগের কমিটি
প্রকাশ : ১১ মে ২০২৪, ১৪:৫২
মেয়াদ শেষে পূর্ণাঙ্গ রূপ পেল ইবি ছাত্রলীগের কমিটি
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণের ৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।


শুক্রবার (১০ মে) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ কমিটির অনুমোদন দেন।


১৯৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে আনন্দ মিছিল করে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।


গত ২০২২ সালের ৩১ জুলাই রাতে ফয়সাল সিদ্দিকী আরাফাতকে সভাপতি ও নাসিম আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ২৪ সদস্যের কমিটি ঘোষণা করে সংগঠনটির কেন্দ্র। এরপর ২০২৩ সালের ২ মে পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করে শাখা ছাত্রলীগ। জীবন বৃত্তান্ত সংগ্রহের এক বছর পর (১০ মে) পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।


কমিটিতে ৭১ জন সহ সভাপতি, ১১ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন সম্পাদক পদে ৩৯ জন, উপ-সম্পাদক পদে ৪৬ জন, সহ সম্পাদক পদে ১৫ জন এবং সদস্য পদে রয়েছেন ৭ জন।


শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, দীর্ঘ আট বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের পরিচয় পেয়েছে। ইবি ছাত্রলীগের নেতাকর্মীদের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি ইবি ছাত্রলীগের ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। এর আট বছর পর ১৯৯ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি পেল ছাত্রলীগের নেতাকর্মীরা।


বিবার্তা/জায়িম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com