
বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সাঁড়াশি আক্রমণের মুখে প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
১৪ ফেব্রুয়ারি, বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বিজিবির সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনী জেটিঘাটে বিজিপিসহ ৩৩০ জন মায়ানমার নাগরিককে মায়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]